পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○や○ রবীন্দ্র-রচনাবলী । দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে,— মরুপথতাপ দুজনে নিয়েছি সহে । ছুটি নি মোহন মরীচিকা-পিছে-পিছে, ভুলাই নি মন সত্যেরে করি মিছে— এই গৌরবে চলিব এ ভবে যতদিন দোহে বাচি । এ-বাণী প্রেয়সী, হোক মহীয়সী— তুমি আছ, আমি আছি। ৩১ শ্রাবণ ১৩৩৫ পথের বাধন পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল পরানে ছড়ায় আবীর গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাং-আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত । নাই আমাদের কনকচাঁপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুলপুঞ্জ । হঠাৎ কখন সন্ধ্যাবেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাতবেলায় হেলাভরে করে অরুণকিরণে তুচ্ছ উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ।