পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেঁজুতি প্রত্যাখ্যাত জীবনের প্রতিহত আশা অজানার নিরুদ্দেশে প্রদোষে খুজিতে চলে বাস । ষে পথে সে করেছিল যাত্রা একদিন সেখানে নবীন আলোকে আকাশ ওর মুখ চেয়ে উঠেছিল হেসে । সে পথে পড়েছে আজ এসে অজানা লোকের দল, *তাদের কণ্ঠের ধ্বনি ওর কাছে ব্যর্থ কোলাহল । যে যৌবনখানি একদিন পথে যেতে বল্লভেরে দিয়েছিল আনি মধুমদিরার রসে বেদনার নেশা দু:খে-মুখে-মেশা সে রসের রিক্ত পাত্রে আজ শুষ্ক অবহেলা, মধুপগুঞ্জনহীন যেন ক্লাস্ত হেমস্তের বেলা । আজিকে চলেছে যারা খেলার সঙ্গীর আশে ওরে ঠেলে যায় পথপাশে ; যে খুজিছে দুৰ্গমের সাথি ও পারে না তার পথে জালাইতে বাতি জীর্ণ কম্পমান হাতে দুর্যোগের রাতে । একদিন যারা সবে এ পথনির্মাণে লেগেছিল আপনার জীবনের দানে ও ছিল তাদেরি মাঝে নানা কাজে – সে পথ উহার আজ নহে । সেথা আজি কোন দূত কী বারতা বহে কোন লক্ষ্য-পানে নাহি জানে। 89