পাতা:রবীন্দ্র-রচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ२ রবীন্দ্র-রচনাবলী পঞ্চমী ভাবি বসে বসে O গত জীবনের কথা, কাচা মনে ছিল কী বিষম মুঢ়ত । শেষে ধিক্কারে বলি হাত নেড়ে, যাক গে সে-কথা যাক গে । তরুণ বেলাতে যে খেলা খেলাতে ভয় ছিল হারবার, ভারি লাগি, প্রিয়ে, সংশয়ে মোরে ফিরিয়েছ বার বার । কৃপণ কৃপার ভাঙা কণা একটুক মনে দেয় নাই স্থখ । সে যুগের শেষে আজ বলি হেলে, কম কি সে কৌতুক যতটুকু ছিল ভাগ্যে, দুঃখের কথা থাক্ গে । পঞ্চমী ভিখি বনের আড়াল থেকে দেখা দিয়েছিল ছায়া দিয়ে মুখ ঢেকে । মহা অাক্ষেপে বলেছি সেদিন, এ ছল কিসের জন্ত । পরিতাপে জলি আজ আমি বলি, সিকি চাঙ্গনীর ভালো দেউলে নিশার অমাবস্তার চেয়ে যে অনেক ভালো ।