পাতা:রবীন্দ্র-রচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাসের দেশ لا صالا হরতনী । হঠাৎ মনে হল, আমি মালিনী, জার-জন্মে ফুল তুলতেম। আজ পুবে হাওয়ায় সেই জন্মের ফুলবাগানের গন্ধ এল । সেই জন্মের মাধবীবন থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে । গান ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে । আমারে কার কথা সে যায় শুনিয়ে । আলোতে কোন গগনে মাধবী জাগল বনে, এল সেই ফুল-জাগানোর খবর নিয়ে । সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে । ८ुष८न ब्रश् िच८ब्र, क्षन ८५ ८बश्चन क्षुद्र, কেমনে কাটে যে দিন দিন শুনিয়ে । কী মায়া দেয় বুলায়ে, দিল সব কাজ ভূলায়ে, বেলা যায় গানের স্বরে জাল বুনিয়ে । রুইতন । আচ্ছা, গরাবুমগুলের জন্তে বিবিস্কনারীদের খুজে বেড়াচ্ছি, তারাও কি তৰে— হরতনী । ইl, তারাও এইখানেই, নদীর ধারে ধারে, গাছের তলায় তলায় । क्रझे उन । की कब्रtछ् । হরতনী | সাজ বদল করছে, আমারই মতো । কেমন দেখাচ্ছে । পছন্দ হয় ? রুইতন । মনে হচ্ছে, পর্দা খুলে গেছে, চাদের থেকে মেঘ গেছে সরে, একেবারে নতুন মানুষ । হরতনী । তোমাদের ছক্কা পঞ্জা আমাদের শাসাবার জন্তে এসেছিলেন, তাদের কী দশা হয়েছে দেখো গে যাও । ब्रहेडन । ८कन । कौ श्ल । হরতনী । খ্যাপার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে । দীর্ঘনিশ্বাস ফেলছে, এমন কি গুন গুন করে গানও করছে। কইতন । গান । ছক্কা-পঞ্জার গান ! হরতনী। স্বরে না হোক, বেস্বরে। আমি তখন চুল বাধছিলুম। থাকতে পারলুম না, চলে আসতে হল । রুইতন। আশ্চর্ষ করলে। চুল বাধা ! এ বিতে কে শেখালে।