পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९२ রবীন্দ্র-রচনাবলী তখনি চমকি উস্ক্রিয় উঠবে বিশ্ব পুঞ্জ পুঞ্জ বস্তুর পর্বতে ; পঙ্গু মূক কবন্ধ বধির আঁধা স্থূলতঃ ভয়ংকরী বাধা সবারে ঠেকায়ে দিয়ে দাড়াইবে পথে ; অণুতম পরমাণু আপনার ভারে সঞ্চয়ের অচল বিকারে বিদ্ধ হবে আকাশের মৰ্মমূলে কলুষের বেদনার শূলে । ওগে৷ নটী, চঞ্চল অপারী, অলক্ষ্য সুন্দরী তব নৃত্যমন্দাকিনী নিত্য ঝরি ঝরি তুলিতেছে শুচি করি মৃত্যুস্বানে বিশ্বের জীবন। নিঃশেষে নির্মল নীলে বিকাশিছে নিখিল গগন ওরে কবি, তোরে অাজ করেছে উতলা ঝংকারমুখরা এই ভুবনমেখলা, অলক্ষিত চরণের অকারণ আবারণ চলা । নাড়ীতে নাড়ীতে তোর চঞ্চলের শুনি পদধ্বনি, বক্ষ তোর উঠে রনরনি। নাহি জানে কেউ রক্তে তোর নাচে আজি সমুদ্রের ঢেউ, কাপে আজি অরণ্যের ব্যাকুলতা ; মনে আজি পড়ে সেই কথা— যুগে যুগে এসেছি চলিয়া স্থলিয়া স্থলিয়া চুপে চুপে রূপ হতে রূপে