পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ জ্যৈষ্ঠ ১৩২১ রামগড় রবীন্দ্র-রচনাবলী বাধবে ওদের বাধবে । কাদবে ওরা কঁদিবে। জাগবে ঈশান, বাজবে বিষাণ, পুড়বে সকল বন্ধ । উড়বে হাওয়ায় বিজয়-নিশান ঘুচবে দ্বিধাদ্বন্দ্ব। মৃত্যুসাগর মথন করে অমৃতরস আনব হরে, ওরা জীবন অঁাকড়ে ধরে মরণ-সাধন সাধবে । কণদবে ওরা কাদবে। 8 তোমার শঙ্খ ধুলায় পড়ে, কেমন করে সইব । বাতাস আলো গেল মরে এ কী রে দুৰ্দৈব। লড়বি কে আয় ধ্বজ বেয়ে, গান আছে যার ওঠ-না গেয়ে, চলবি যারা চল রে ধেয়ে, আয়-না রে নিঃশঙ্ক । ধুলায় পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ । চলেছিলেম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ্য ।