পাতা:রবীন্দ্র-রচনাবলী (ষোড়শ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী অঁাটি অঁাটি খড় বোঝাই করে ; হাটে যাবে কুমোর বঁাকে করে হাড়ি নিয়ে ; পিছন পিছন যাবে গণয়ের কুকুরটা ; আগর, মাসিক তিন টাকা মাইনের গুরু ছেড়া ছাতি মাথায় । ు త్రాt3 \రిరినా নাটক নাটক লিখেছি একটি । বিষয়টা কী বলি । অৰ্জুন গিয়েছেন স্বগে, ইন্দ্রের অতিথি তিনি নন্দনবনে । উর্বশী গেলেন মন্দারের মালা হাতে র্তাকে বরণ করবেন ব’লে | অৰ্জুন বললেন, দেবী, তুমি দেবলোকবাসিনী, অতি সম্পূর্ণ তোমার মহিমা, অনিন্দিত তোমার মাধুরী, প্ৰণতি করি তোমাকে । তোমার মালা দেবতার সেবার জন্তে । উর্বশী বললেন, কোনো অভাব নেই দেবলোকের, - নেই তার পিপাসা । সে জানেই না চাইতে, তবে কেন অামি হলেম সুন্দর । তার মধ্যে মন্দ নেই, তবে ভালো হওয়া কণর জন্তে !