পাতা:রবীন্দ্র-রচনাবলী (ষোড়শ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুনশ্চ : সময় হয়েছে আজ। যে আনে আমার রান্নার কাঠ ডেকেছি সেই সাওতাল মেয়েটিকে । তার হাত দিয়ে পাঠাব * * শালপাতার পাত্রে । র্তাবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প । বাইরে থেকে মিষ্টিস্বরে আওয়াজ এল, ‘বাবু, ডেকেছিস কেনে ? বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাওতাল মেয়ের কানে, 鸭 কালে গালের উপর আলো করেছে। সে আবার জিগেস করলে, “ডেকেছিস কেনে ৷” আমি বললেম, এই জন্যেই।” তার পরে ফিরে এলেম কলকাতায় । ২৭ শ্রাবণ ১৩৩৯ শালিখ শালিখটার কী হল তাই ভাবি । একলা কেন থাকে দলছাড়া । প্রথম দিন দেখেছিলেম শিমুল গাছের তলায়, আমার বাগানে, মনে হল একটু যেন খুড়িয়ে চলে । তার পরে ঐ রোজ সকালে দেখি— সঙ্গীহারা, বেড়ায় পোকা শিকার ক’রে । উঠে আসে আমার বারান্দায়— নেচে নেচে করে সে পায়চারি, ' আমার পরে একটুকু নেই ভয় । কেন এমন দশা । ఆసి