পাতা:রবীন্দ্র-রচনাবলী (ষোড়শ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रवैौटश-ब्रध्नांदजौ প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে, । প্রায়ই হয় দেখা । মনে মনে ভাবি, আর-কোনো সম্বন্ধ না থাক ও তে আমার সহযাত্ৰিণী । নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন । মুকুমার কপাল থেকে চুল উপরে তোলা, উজ্জল চোখের দৃষ্টি নিঃসংকোচ । মনে ভাবি একটা-কোনো সংকট দেখা দেয় না কেন, উদ্ধার করে জন্ম সার্থক করি— রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত, কোনে-একজন গুণ্ডার স্পর্ধা । এমন তো আজকাল ঘটেই থাকে । কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোল জলের ডোব, বড়ো রকম ইতিহাস ধরে না তার মধ্যে, নিরীহ দিনগুলো ব্যাঙের মতো একঘেয়ে ডাকেনা সেখানে হাঙর-কুমিরের নিমন্ত্রণ না রাজহাসের। একদিন ছিল ঠেলাঠেলি ভিড় । কমলার পাশে বসেছে একজন আধা-ইংরেজ । ইচ্ছে করছিল, অকারণে টুপিটা উড়িয়ে দিই তার মাথা থেকে, ঘাড়ে ধরে তাকে রাস্তায় দিই নামিয়ে । কোনো ছুতে পাই নে, হাত নিশপিশ করে । এমন সময়ে সে এক মোট চুরোট ধরিয়ে টানতে করলে শুরু। কাছে এসে বললুম, ফেলো চুরোট।’ যেন পেলেই না শুনতে, | ধোওয়া ওড়াতে লাগল বেশ ঘোরালে করে । , , মুখ থেকে টেনে ফেলে দিলেম চুরোট রাস্তায়।