পাতা:রবীন্দ্র-রচনাবলী (ষোড়শ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ९२ রবীন্দ্র-রচনাবলী রাগও করি ওর পরে । ভালোও লাগে ওকে, এ কথাটা মিছে নয় হয়তো । এক একজন মাকুষ আমন থাকে সে লোক নেহাত মন্দ নয়, সেইজন্তেই সহজে তার মন্দটাই পড়ে ধরা । সে হতভাগা রঙে মন্দ, কিন্তু মন্দ নয় রসে ; তার দোষ স্ত,পে বেশি, ভারে বেশি নয়— তাই দেখতে যতটা লাগে, গণয়ে লাগে না তত । মনটা ওর হাল্কা ছিপছিপে নেীকো, হুহু করে চলে যায় ভেসে ; ভালোই বল অপর মন্দই বল জমতে দেয় না বেশি ক্ষণ— এ পারের বোঝা ও পারে চালান করে দেয় দেখতে দেখতে ; ওকে কিছুই চাপ দেয় না, তেমনি ও দেয় না চাপ । স্বভাব ওর আগসর-জমানো, কথা কয় বিস্তর, তাই বিস্তর মিছে বলতে হয়— নইলে ফণক পড়ে কথার ঠাস-বুনোনিতে । মিছেট নয় ওর মনে, *ool সে ওর ভাষায় । ওর ব্যাকরণটা যার জানা তার বুঝতে হয় না দেরি । ওকে তুমি বল নিন্দুক— তা সত্য ।