পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

གི །། ༣

  • १]

ব্রাহ্মণ আসি দাড়ালে৷ সমুখে । ন্যায়াধীশ রামশাস্ত্রী। দুই বাহু তার তুলিয়া উধাও কহিলেন ডাকি, রঘুনাথ রাও, নগর ছাড়িয়া কোথা চলে যাও, না লয়ে পাপের শান্তি ? নীরব হইল জয়কোলাহল, নীরব সমরবাদ্য । প্রভু, কেন আজি কহে রঘুনাথ, ' ‘অসময়ে পথ রুধিলে হঠাৎ ! চলেছি করিতে যবননিপাত জোগতে যমের খাদ্য ।” কহিলা শাস্ত্রী, বধিয়াছ তুমি আপন ভ্রাতার পুত্রে। বিচার তাহার না হয় যদিন ততকাল তুমি নহ তো স্বাধীন, বন্দী রয়েছ অমোঘ কঠিন ন্যায়ের বিধানস্থত্রে।’ রুষিয়া উঠিল। রঘুনাথ রাও, কহিলা করিয়া হাস্য, ‘নৃপতি কাহারে বঁাধন না মানে— চলেছি দীপ্ত মুক্ত কৃপাণে, শুনিতে আসি নি পথমাঝখানে দ্যায়-বিধানের ভাষ্য । কহিলা শাস্ত্রী, রঘুনাথ রাও, যাও করে গিয়ে যুদ্ধ ! br?