পাতা:রবীন্দ্র-রচনাবলী (ষোড়শ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্রন্দিত আকাশের নীচে ঐ ধূসর বন্ধুর কাকরের স্ত,পগুলো দেখে মনে হয়েছে লাল সমুদ্রে তুফান উঠল, ছিটকে পড়ছে তার শীকরবিন্দু । এসেছিলেম বালককালে । ওখানে গুহাগহবরে । ঝির ঝির ঝর্নার ধারায় রচনা করেছি মন-গড়া রহস্তকথা, খেলেছি কুড়ি সাজিয়ে নির্জন দুপুর বেলায় আপন-মনে একলা । তার পরে অনেক দিন হল, পাথরের উপর নিবারের মতে আমার উপর দিয়ে বয়ে গেল অনেক বৎসর । রচনা করতে বসেছি একটা কাজের রূপ ঐ আকাশের তলায় ভাঙামাটির ধারে, ছেলেবেলায় যেমন রচনা করেছি মুড়ির দুর্গ ! এই শালবন, এই একলা-মেজাজের তালগাছ, | ঐ সবুজ মাঠের সঙ্গে রাঙামাটির মিতালি, এর পানে অনেক দিন যাদের সঙ্গে দৃষ্টি মিলিয়েছি, যারা মন মিলিয়েছিল এখানকার বাদল-দিনে আর আমার বাদল-গানে, তারা কেউ আছে কেউ গেল চলে । আমারও যখন শেষ হবে দিনের কাজ, নিশীথরাত্রের তারা ডাক দেবে আকাশের ও পার থেকে— -