পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্দী বীর পঞ্চনদীর তীরে বেণী পাকাইয়া শিরে দেখিতে দেখিতে গুরুর মস্ত্রে জাগিয়া উঠেছে শিখ— নির্মম নিভাক । হাজার কণ্ঠে গুরুজীর জয় ধ্বনিয়া তুলেছে দিক । নূতন জাগিয়া শিখ নূতন উষার স্বর্যের পানে চাহিল নির্নিমিখ । ‘অলথ নিরঞ্জন’ মহারব উঠে বন্ধন টুটে করে ভয়ভঞ্জন | বক্ষের পাশে ঘন উল্লাসে অসি বাজে ঝনঝন । পঞ্জাব আt জি গরজি छेठेिळ, ‘অলথ নিরঞ্জন ? এসেছে সে এক দিন লক্ষ পরানে শঙ্ক] ন জানে না রাখে কাহারো ঋণ । জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন । পঞ্চনদীর ঘিরি দশ তীর এসেছে সে এক দিন । দিল্লিপ্রাসাদকুটে হোথা বারবার বাদশাজাদার তন্ত্রা যেতেছে ছুটে । @设