পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী মালী ভাবে যার তরে এ দোহে বিবাদ করে তারে দিলে আরো পাব কত! কহিল সে করজোড়ে, ‘দয়া করে ক্ষম মোরে— এ ফুল বেচিতে নাহি মন । এত বলি ছুটিল, সে যেথা রয়েছেন বসে বুদ্ধদেব উজলি কানন । বসেছেন পদ্মাসনে । প্রেসন্ন প্রশান্ত:মনে; নিরঞ্জন আনন্দমুরতি । দৃষ্টি হতে শাস্তি ঝরে, ফুরিছে অধর’পরে করুণার স্বধাহাস্যজ্যোতি । সুদাস রহিল চাহি— নয়নে নিমেয় নাহি, মুখে তার বাক্য নাহি সরে । সহসা ভূতলে পড়ি, পদ্মটি রাথিল ধরি প্রভুর চরণপদ্ম-’পরে । বরষি অমৃতরাশি বুদ্ধ শুধালেন হালি, ‘কহো বৎস, কী তব প্রার্থনা ? ব্যাকুল সুদাস কহে, ‘প্রভু, আর কিছু নহে; চরণের ধূলি এক কণা। ২৬ আশ্বিন ১৩০৬ , o নগরলক্ষনী । . . . . . . . .) 曝 করঞ্জমাবান * দুর্ভিক্ষ শ্রাবস্তীপুরে যবে জাগিয়া উঠিল হাহারবে , , , , , , ' বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, তোমরা লইবে বলে কেবা ?