পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रदोठ-ब्रक्रमांबणेौ পবিত্র জীবন মিছে হাসি, মিছে বাঁশি, মিছে এ যৌবন, মিছে এই দরশের পরশের খেলা । চেয়ে দেখো পবিত্র এ মানব-জীবন, কে ইহারে অকাতরে করে অবহেলা । ভেসে ভেসে এই মহা চরাচরস্রোতে কে জানে গো আসিয়াছে কোন খান হতে, কোথা হতে নিয়ে এল প্রেমের অী ভাস, কোন অন্ধকার ভেদি উঠিল আলোতে । এ নহে খেলার ধন, যৌবনের আশ, ব’লো না ইহার কানে আবেশের বাণী, নহে নহে এ তোমার বাসনার দাস, তোমার ক্ষুধার মাঝে আনিয়ো না টানি ; এ তোমার ঈশ্বরের মঙ্গল আশ্বাস, স্বর্গের আলোক তব এই মুখখানি । মরীচিকা এস, ছেড়ে এস, সখী কুহম-শয়ন ! বাজুক কঠিন মাটি চরণের তলে । কত আর করিবে গো বসিয়া বিরলে আকাশ-কুকুমবনে স্বপন চয়ন । দেখো ওই দূর হতে আসিছে ঝটিকা, স্বপুরাজ্য ভেসে যাবে থর অশ্রজলে । দেবতার বিদ্যুতের অভিশাপ-শিখা দহিবে আঁধার নিদ্রা বিমল জনলে ।