পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8V রবীন্দ্র-রচনাবলী প্রাণমন পসারিয়া ধাই তোর পানে নাহি দিস ধরা । দেখা যায় মৃদ্ধ মধু কৌতুকের হাসি, অরুণ-আধর । যদি চাই দূরে যেতে কত ফাদ থাক পেতে কত ছল কত বল চপল মুখরা। আপনি নাহিক জান আপনার সীমা, রহস্য আপন । তাই, অন্ধ রজনীতে যবে সপ্তলোক নিদ্রায় মগন, চুপি চুপি কৌতুহলে দাড়াস আকাশতলে, জালাইয়া শত লক্ষ নক্ষত্র-কিরণ । কোথাও বা বসে আছ চির-একাকিনী, চির-মৌনব্ৰতা । চারিদিকে স্বকঠিন তৃণতরুহীন মরু-নির্জনতা । রবি শশী শিরোপর উঠে যুগ-যুগান্তর, চেয়ে শুধু চলে যায়, নাহি কয় কথা । কোথাও বা খেলা কর বালিকার মতো উড়ে কেশবেশ 5 হাসিরাশি উচ্ছসিত, উৎসের মতন, নাহি লজ্জালেশ ।