পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ०९ রবীন্দ্র-রচনাবলী আয় রে ভাই সবাই মাতি, যতটা পারি ফুলাই ছাতি, নহিলে গেল আর্যজাতি রসাতলের পানে । উৎসাহেতে জলিয়া উঠি দু-হাতে দাও তালি ! আমরা বড়ো এ যে না বলে তাহারে দাও গালি ! কাগজ ভরে লেপো রে লেখো, এমনি করে যুদ্ধ শেখো, হাতের কাছে রেখে রে রেখো কলম আর কালি ! চারটি করে অন্ন খেয়ো, দুপুরবেলা আপিস যেয়ে, তাহার পরে সভায় ধেয়ো বাক্যানল জালি ; কাদিয়া লয়ে দেশের দুখে সন্ধ্যেবেলা বাসায় ঢুকে গুলীির সাথে হাস্তমুখে করিয়ো চতুরালি । नृङ्ग इछक ७ विफुश्मा, বিদ্রুপের ভান ! সবারে চাহে বেদন দিতে বেদনা ভরা প্রাপ । আমার এই হৃদয়তলে শরম-তাপ সতত জলে, তাই তো চাহি হাসির ছলে कब्रिटष्ठ लांछ मांन ।