পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ویه রবীন্দ্র-রচনাবলী তাহার দুটি পালন-করা ভেড় চরে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার খেতের বেড়া কোলের পরে নিই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, অামার নাম তো জানে গায়ের পণচ জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জন । দুইটি পাড়ায় বড়োই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাক— তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে বাধে মধুর চাক । তাদের ঘাটে পূজার জবামাল৷ ভেসে আসে মোদের বাধা ঘাটে, তাদের পাড়ার কুসুম-ফুলের ডাল৷ বেচতে অাসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গণয়ের পাচ জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জন । আমাদের এই গ্রামের গলি-’পরে অtমের বোলে ভরে অগমের বন, তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে শণ ।