পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষণিকা २११ তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দখিন হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ-ধারা, আমার বনে কদম ফুটে ওঠে । আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জন । দুই তীরে আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর । যেথায় ফুটে কাশ তটের চারি পাশ, শীতের দিনে বিদেশী সব হাসের বসবাস । কচ্ছপের ধীরে রৌদ্র পোহয় তীরে, দু-একখানি জেলের ডিঙি সন্ধেবেলায় ভিড়ে । আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর । "|>さ。