পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

থাকতে দিনের আলো ঘরে ফেরাই ভালো, তখন খুলে দেখতু চেয়ে চক্ষে লয়ে জল , ' '. মুঠির মাঝে শুকিয়ে আছে একটি আঙুর ফল । সোজাসুজি হৃদয়-পানে হৃদয় টানে, নয়ন-পানে নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীট এইটুকু বৈ নয়কে মোটে । শুক্লসন্ধ্যা চৈত্র মাসে । হেনার গন্ধ হাওয়ায় ভাসে— আমার বাঁশি লুটায় ভূমে, . তোমার কোলে ফুলের পুজি । তোমার আমার এই-যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি বসস্তী-রঙ বসনখানি নেশার মতো চক্ষে ধরে, তোমার গাথা যুর্থীর মালা স্তুতির মতো বক্ষে পড়ে । একটু দেওয়া একটু রাখা, . একটু প্রকাশ একটু ঢাকা । একটু হাসি একটু শরম— । দুজনের,এই বোঝাবুঝি } ২৬৭