পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিলাইদহ ৩১ জ্যৈষ্ঠ ১৩০৭ ক্ষণিক তড়িংশিখা ক্ষণিক দীপ্তালোকে হানতেছিল চমক তোমার চোখে, জানত কে বা দেখতে পাবে তুমি আছি আমি কোথায় যে কোন কোণে । কেমন করে জানব মনে আমি আমায় কী যে ভাবলে মনে মনে । বুঝি গো দিন ফুরিয়ে গেল আজি, এখনো মেঘ আছে অণকাশ ভরে । থেমে এল বাতাস বেণুবনে, মাঠের পরে বৃষ্টি এল ধরে । তোমার ছায় দিলেম তবে ছাড়ি, লও গো তোমার ভূমি-আসন কাড়ি— সন্ধ্যা হল— দুয়ার করে রোধ, যাব আমি আপন পথ’পরে | বুঝি গে৷ দিন ফুরিয়ে গেল আজি, এথনো মেঘ অাছে আকাশ ভরে । মিথ্য আমায় কেন শরম দিলে চোথের চাওয়া নীরব তিরস্কারে । আছে আমার নতুন ছাওয়া ঘর পাড়ার পরে পদ্মদিঘির ধারে । কুটিরতলে দিবস হলে গত জলে প্রদীপ ধ্রুবতারার মতে, অামি কারে চাই নে কোনো দান কাঙাল-বেশে কোনো ঘরের দ্বারে । মিথ্য অামায় কেন শরম দিলে চোপের চাওয়া নীরব তিরস্কারে ।