পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> うoや 9\ oס\ צ রবীন্দ্র-রচনাবলী জগতের সেই-সব যামিনীর জাগরূকদল সঙ্গীহীন তব সভাসদ কে কোথা বসিয়া আছে আজি রাত্রে ধরণীর মাঝে, গনিতেছে গোপন সম্পদ– কেহ কারে নাহি জানে, আপনার স্বতন্ত্র আসনে আসীন স্বাধীন স্তব্ধচ্ছবি— হে শর্বরী, সেই তব বাক্যহীন জাগ্রত সভায় মোরে করি দাও সভাকবি । অনবচ্ছিন্ন আমি আজি মগ্ন হয়েছিকু ব্ৰহ্মাণ্ডমাঝপরে ; যখন মেলিচু আঁখি, হেরিতু অামারে । ধরণীর বস্ত্রাঞ্চল দেখিলাম তুলি, আমার নাড়ীর কম্পে কম্পমান ধূলি । অনন্ত-আকাশ-তলে দেখিলাম নামি, আলোক-দোলায় বসি দুলিতেছি আমি । আজি গিয়েছিহু চলি মৃত্যুপরপারে, সেথা বৃদ্ধ পুরাতন হেরিস্থ আমারে । অবিচ্ছিন্ন আপনারে নিরখি ভুবনে শিহরি উঠিতু কঁাপি আপনার মনে । জলে স্থলে শূন্যে আমি যত দূরে চাই আপনারে হারাবার নাই কোনো ঠাই । জলস্থল দূর করি ব্রহ্ম অন্তর্যামী, হেরিলাম তার মাঝে স্পন্দমান আমি ।