পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষণিক দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে কালে মেয়ের কালে হরিণ-চোখ । মাথার পরে দেয় নি তুলে বাস, লজ্জা পাবার পায় নি অবকাশ । কালে ? ত সে যতই কালে হোক দেখেছি তার কালে হরিণ-চোপ | ৪ অামাঢ় ভৎসন। মিথ্য অামায় কেন শরম দিলে চোখের চাওয়া নীরব তিরস্কারে ? আমি তোমার পাড়ার প্রান্ত দিয়ে চলেছিলেম আপন গৃহদ্বারে— যেথা আমার বাধা ঘাটের কাছে দুটি চাপায় ছায়া করে আছে, জামের শাখা। ফলে-অঁাধার-কর স্বচ্ছগভীর পদ্মদিঘির ধারে । তুমি আমায় কেন শরম দিলে চোখের চাওয়া নীরব তিরস্কারে - আজ তে আমি মাটির পানে চেয়ে দীনবেশে যাই নি তোমার ঘরে । অতিথ হয়ে দিই নি দ্বারে সাড়া, ভিক্ষণপাত্র নিই নি কাতর করে । অামি আমার পথে যেতে যেতে তোমার ঘরের দ্বারের বাহিরেতে ঘনশ্যামল তমাল-তরু-মূলে দাড়িয়েছি এই দগুদুয়ের ভরে । ఇ సిఫి