পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"|> ○ H केञ्चनं । যদি আঁখি পড়ে চুলে, শ্লথ হস্ত যদি ভুলে পূর্ব নিপুণতা, . বক্ষে নাহি পাই বল, চক্ষে যদি আসে জল, বেধে যায় কথা, চেয়ে নাকে ঘৃণাভরে, কোরো নাকে অনাদরে মোরে অপমান— মনে রেখে হে নিদয়ে, মেনেছিছ অসময়ে তোমার আহবান । সেবক অণমার মতো রয়েছে সহস্ৰ শত তোমার দুয়ারে, তাহার পেয়েছে ছুটি, ঘুমায় সকলে জুটি পথের দু ধারে । শুধু আমি তোরে সেবি বিদায় পাই নে দেবী, ডাক ক্ষণে ক্ষণে— বেছে নিলে অপমারেই, দুরূহ সৌভাগ্য সেই বহি প্রাণপণে । সেই গর্বে জাগি রব সারা রাত্রি দ্বারে তব অনিদ্র-নয়ান, সেই গর্বে কণ্ঠে মম বহি বরমাল্যসম তোমার আহবান । হবে, হবে, হবে জয়— হে দেবী, করি নে ভয়, হব আমি জয়ী । তোমার আহবানবাণী সফল করিব রানী, হে মহিমাময়ী । কঁাপিবে না ক্লান্ত কর, ভাঙিবে না কণ্ঠস্বর, টুটিবে না বীণ – নবীন প্রভাত লাগি দীর্ঘরাত্রি রব জাগি, দীপ নিবিবে না . >bア>