পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"לף צ رمان نه نی\ نه রবীন্দ্র-রচনাবলী সন্ধ্যাটি হলে প্রাণপণবলে বাজালে শঙ্খ ঘণ্টা মথিত বাতাসে তাড়িত প্রকাশে সচেতন হয় মনট । এম-এ ঝণকে বাক শুনিছে অবাক অপরূপ বৃত্তাস্ত— বিদ্যাভূষণ এমন ভীষণ বিজ্ঞানে দুর্দান্ত ! তবে ঠাকুরের পড়া আছে ঢের— অন্তত গ্যানো-খণ্ড, হেলমহংস অতি বীভৎস করেছে লণ্ডভণ্ড । উত্তর কিছু না, কিছু না, নাই জানাশুনা বিজ্ঞান কানাকেীড়ি— লয়ে কল্পনা লস্ব রসনা করিছে দৌড়াদৌড়ি ॥ অশেষ আবার আহবান ? যত-কিছু ছিল কাজ সাঙ্গ তো করেছি আজ দীর্ঘ দিনমান । জাগায়ে মাধবীবন চলে গেছে বহুক্ষণ প্রত্যুষ নবীন, প্রখর পিপাস হানি পুষ্পের শিশির টানি গেছে মধ্যদিন ।