পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وی نه از ۹ ক্ষণিক তথাপি তুমি যদি আমায় ভালে না বাস রাগ করি যে এমন আমার সাপ্য নাই— এমন কথার দেব নাকে আভাস ও, অামারো মন তোমার পায়ে বাধ্য নাই নাইকে আমার কোনো গরব-গরিম| — যেমন করেই কর আমায় বঞ্চিত তুমি না র ও তোমার সোনার প্রতিম। রবে তামার মনের মধ্যে সঞ্চিত | কিন্তু তবু তুমিই থাকে, সমস্ত যাক ঘুচি । স্মৃতির চেয়ে আসলটিতেই আমার অভিরুচি । দৈবে স্মৃতি হারিয়ে যা ওয়া শক্ত নয় সেটা কিন্তু বলে রাপাই সংগত । তাহা ছাড় যার তোমার ভক্ত নয় নিন্দ তারা করতে পারে অন্তত । তাহা ছাড়া চিরদিন কি কষ্ট্রে যায় ? অামারে এই অশ্রু হবে মার্জন । ভাগ্যে যদি একটি কেত নষ্টে যায় সাস্তুনার্থে হয়তো পাব চার জন । কিন্তু তবু তুমিই থাকে, সমস্ত যাক ঘুচি । চারের চেয়ে একের পরেই আমার অভিরুচি । \ কবির বয়স ওরে কবি, সন্ধ্য হয়ে এল, কেশে তোমার ধরেছে যে পাক રરે જે