পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*| S > কল্পনা আমরা তুখের বক্র মুখের চক্র দেখে ভয় না করি । ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে যাব জয়বাদ্য, ছিন্ন আশার ধ্বজ তুলে ভিন্ন করব নীলাকাশ । হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস । হে অলক্ষ্মী, রুক্ষকেশী তুমি দেবী অচঞ্চল। তোমার রীতি সরল অতি, নাহি জান ছলাকলা । জালাও পেটে অগ্নিকণা নাইকো তাহে প্রতারণা, টান যখন মরণ-ফাসি বল নাকে মিষ্টভাষ । হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস । ধরার যারা সেরা সেরা মানুষ তারা তোমার ঘরে । তাদের কঠিন শয্যাখানি তাই পেতেছ মোদের তরে । আমরা বরপুত্র তব যাহাই দিবে তাহাই লব, তোমায় দিব ধন্যধ্বনি মাথায় বহি সর্বনাশ । হাস্তমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস । 8సి