পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষণিক ঢাকছে শেষে বাংলাদেশে উচ্চ কথা । তোমার তরে সবাই মোরে করছে দোমী হে প্রেয়সী ! সে কলঙ্কে নিন্দাপঙ্কে তিলক টানি এলেম রানী ! ফেলুক মুছি হাস্য শুচি তোমার লোচন বিশ্বযুদ্ধ যতেক ক্রুদ্ধ সমালোচন | অতুরক্ত তব ভক্ত নিন্দিতেরে করে রক্ষে শীতল বক্ষে ১ বাহুর ঘেরে । তাই কলঙ্কে নিন্দাপঙ্কে তিলক টানি এলেম রানী । অামি নাবব মহাকাব্য সংরচনে ছিল মনে— ঠেকল কথন তোমার কঁাকন কিং কিণীতে, কল্পনাটি গেল ফাটি হাজার গীতে । २8 >