পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী ছাড়িমু ধেয়ান তব তোমারি সম্মানে, ছুটে গেম্বু দ্বার-পানে। শুধালেম, তুমি দূত কার। সে কহিল, আমি তো সবার। যে-ঘরে তোমার শষ্যা একদিন পেতেছি আদরে ডাকিলাম তারে সেই ঘরে । আনিলাম অৰ্ঘ্যথালি, দীপ দিকু জালি । দেখিলাম বাধা তারি ভালে যে-মালা পরায়েছিঃ তোমারেই বিদায়ের কালে । ২৪ অগস্ট ১৯২৮ { কলিকাত ] পরিচয় তখন বর্ষণহীন অপরাহ্লমেঘে শঙ্কা ছিল জেগে ; ক্ষণে ক্ষণে তীক্ষু ভংসনীয় বায়ু হেঁকে যায় ; শূন্যে যেন মেঘাচ্ছন্ন রৌদ্ররাগে পিঙ্গল জটায় দুর্বাস হানিছে ক্রোধ রক্তচক্ষু-কটাক্ষচ্ছটায় সে-দুর্যোগে এনেছিন্তু তোমার বৈকালী, কদম্বের ডালি । বাদলের বিষন্ন ছায়াতে গীতহারা প্রাতে নৈরাশ্বজয়ী সে-ফুল রেখেছিল কাজল প্রহরে রৌদ্রের স্বপনছবি রোমাঞ্চিত কেশরে কেশরে ।