পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

... 8 রবীন্দ্র-রচনাবলী ভাঙিলে দ্বার কোন সে ক্ষণ অপরাজিত ওহে । সহসা প্রেম আসিলে আজ বিপুল বিদ্রোহে । কানন-’পর ছায়া বুলায়, ঘনায় ঘনঘট । গঙ্গা যেন হেসে জুলায় ধূর্জটির জট । যে যেথা রয় ছাড়িল পথ, ছুটালে ঐ বিজয়রথ, অঁাখি তোমার তড়িৎবং ঘন ঘুমের মোহে । সহসা প্রেম আসিলে অণজ বেদনাদান বহে । বৈশাখ ১৩৩৩ ? প্রত্যাশা প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে কী উচ্ছাসে ক্লাস্তিবিহীন ফুল-ফোটানোর খেলা । ক্ষণস্তকুজন শাস্ত বিজন সন্ধ্যাবেল প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন শুধায় আমায় দেখি, ‘এসেছে কি ? আর বছরেই এমনি দিনেই ফাগুন মাসে কী উল্লাসে নাচের মাতন লাগল শিরীষ ডালে, স্বৰ্গপুরের কোন নূপুরের তালে !