পাতা:রবীন্দ্র-রচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 রবীন্দ্র-রচনাবলী जङ्ग्रुखहे जम कय তাছে লাগাইলে দম কিছুতে রবে না আর রক্ষে । নাহি গান, নাহি ৰাশি, দিনরাত্রি শুধু কাশি, ছন্দ তাল কিছু নাহি তাহে ; নবরস কবিত্বের চিত্তে ছিল জমা ঢের, ৰহে গেল সর্দির প্রবাহে। অতএব নমোনম, অধম অক্ষমে ক্ষম, ভঙ্গ আমি দিতু ছন্দরণে— মগধে কলিঙ্গে গৌড়ে কল্পনার ঘোড়দৌড়ে কে বলে পরিবে তোমা-সনে বনক্ষেত্র, শিমলাশৈল শনিবার, ১৮৯৮ সুসীম চা-চক্র শান্তিনিকেতনে চা-চক্র প্রস্বতন উপলক্ষ্যে झांम्र झींग्न झाँग्न দিন চলি যায় । চা-স্পই চঞ্চল চাতকদল চল চল চল হে ! টগবগ উচ্ছল কাথলিতল জল কল কল হে