পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ગ ૨||૭ বলাক তব বক্ষেণহারে ঘন ঘন লাগে দোলা— ছড়ায় আমনি নক্ষত্রের মণি 5 আঁধারিয়া ওড়ে শূন্যে ঝোড়ো এলোচুল ; দুলে উঠে বিদ্যুতের ফুল ; চঞ্চল পল্লবপুঞ্জে বিপিনে বিপিনে ; বারম্বার ঝরে ঝরে পড়ে ফুল জুই চাপ বকুল পারুল পথে পথে তোমার ঋতুর থালি হতে। শুধু ধাও, শুধু ধাও, শুধু বেগে ধাও উদাম উধাও ; ফিরে নাহি চাও, যা কিছু তোমার সব দুই হাতে ফেলে ফেলে যাও কুড়ায়ে লও না কিছু, কর না সঞ্চয় ; নাই শোক, নাই ভয়, পথের আনন্দবেগে অবাধে পাথেয় করে। ক্ষয় । যে মুহূর্তে পূর্ণ তুমি সে মুহূর্তে কিছু তব নাই, তুমি তাই পবিত্ৰ সদাই । তোমার চরণস্পর্শে বিশ্বধূলি মলিনতা যায় ভুলি পলকে পলকে – মৃত্যু ওঠে প্রাণ হয়ে ঝলকে ঝলকে । যদি তুমি মুহূর্তের তরে ক্লাস্তিভরে দাড়াও থমকি, S>