পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহুয়া স্তৰু ছায়া পাতি’ হাসির খেলার সার্থী সুগভীর স্নিগ্ধ অশ্রবারি ; যেন তাহা দেবতারি করুণা-অঞ্জলি,— নাম কি কাজলী । হেঁয়ালী যারে সে বেসেছে ভালো তারে সে কাদায় । নূতন ধাধায় ক্ষণে ক্ষণে চমকিয়া দেয় তারে, কেবলি অালো-আঁধারে সংশয় বাধায় ; ছল-করা অভিমানে বৃথা সে সাধায় । সে কি শরতের মায়া উড়ো মেঘে নিয়ে আসে বৃষ্টিভরা ছায়া । অমুকুল চাহনির তলে কী বিদ্যুৎ বলে। কেন দয়িতের মিনতিকে অভাবিত উচ্চ হাস্তে উড়াইয়া দেয় দিকে দিকে । তার পরে আপনার নির্দয় লীলায় আপনি সে ব্যথা পায়, ফিরে যে গিয়েছে তারে ফিরায়ে ডাকিতে কঁাদে প্রাণ ; আপনার অভিমানে করে খানখান । কেন তার চিত্তাকাশে সারা বেলা পাগল হাওয়ার এই এলোমেলো খেলা । আপনি সে পারে না বুঝিতে যেদিকে চলিতে চায় কেন তার চলে বিপরীতে । গভীর অস্তরে যেন আপনার অগোচরে Wど登