পাতা:রবীন্দ্র-রচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰহাসিনী কাপড়ে-চোপড়ে ঢাক’ তারে, ধরা তবু পড়ে বারে বারে, কথা যেই বার হয় মুখে সন্দেহ যায় সেই চুকে । ডেস্কেতে দেখিলাম, মা তা রেখেছেন অটো গ্রাফ-থাত । আধুনিক রীতিটার ভানে যেন সে তোমারই দাবি অ’ নে । এ ঠকালে তোমার যে নয় মলে মোর নাই সংশয় । সংসারে ষারে বলে নাম তার যে একটু নেই দাম সে কথা কি কিছু ঢাকা অাছে শিশু ফিল জফারের কাছে । থোক বলে, বেণ কী বলে কেউ— তা নিয়ে কঁদি না ভেউ-ভেউ । নাম-ভোল। খুশি নিয়ে আtছ, নামের অাদর নাহি ঘাচ । থাত খানা মলদ এ না গে? পাতা-ছেTড়া কাজে যদি লাগ । অমীমার নামের অক্ষর চোখে তব জেবে ঠোকর । ভাববে, এ বুড়োটার খেলা, জাচড়-পাচড় কাটে মেলা । লঙ্কফুসের স্বত মূল্য নাম মোর নহে তার তুল্য । তাই তো নিজেরে বলি, ধিক, তোমারই হিসাব- জ্ঞান ঠিক । ‘ඌර්‍ම