পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*..." پتگو. ; p . էէ o -, ** . # * § • 属 , j r # * 'w § * * * হৃদয়ের মারো 1 ছিল পড়ি এক ভিতে : নীলাম্বর:বস্থখানি, রাশীকৃত কব্রি , ; , ; তারি পরে মুখ রাখি রহিল-সে পড়ি-- সুকুমার দেহগন্ধ নিশ্বাসে নিঃশেষে : - লইল শোষণ করি অতৃপ্ত আবেশে । শুক্ল পঞ্চমীর শশী অস্তাচলগামী সপ্তপর্ণতরুশিরে পড়িয়াছে নামি শাখা-অন্তরালে দুই রাহু প্রসারিয়া ডাকিতেছে বজ্ৰসেন এসে এসে প্রিয়া চাহি অরণ্যের পানে। হেনকালে তীরে বালুতটে ঘনকৃষ্ণ বনের তিমিরে . কার মূর্তি দেখা দিল উপচ্ছায়াসম । এসে এসে প্রিয় ! আসিয়াছি প্রিয়তম! চরণে পড়িল খাম, ক্ষম মোরে ক্ষম ! গেল না তো স্বকঠিন এ পরান মম , তোমার করুণ করে ? শুধু ক্ষণতরে বজ্ৰসেন তাকাইল তার মুখপরে, ক্ষণতরে আলিঙ্গন লাগি বাহু মেলি, চমকি উঠিল, তারে দূরে দিল ঠেলি— গরজিল, কেন এলি, কেন ফিরে এলি ? বক্ষ হতে নূপুর লইয়া দিল ফেলি, জলন্ত অঙ্গার-সম নীলাম্বরখানি । চরণের কাছ হতে ফেলে দিল টানি 5 শয্যা যেন অগ্নিশয্যা, পদতলে থাকি লাগিল দহিতে তারে । মুদি দুই আঁখি কহিল ফিরায়ে মুখ, “যাও যাও ফিরে, মোরে ছেড়ে চলে যাও ’ নারী নতশিরে ক্ষণতরে রহিল নীরবে । পরক্ষণে । ভূতলে রাখিয়াজাহ যুবার:চরণে