পাতা:রবীন্দ্র-রচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e8ع\ শাস্তিনিকেতন ১৩ শ্রাবণ, ১৩৪৭ রবীজ-রচনাবলী বললে আমায়, *ক্ষম। করো, যাবার অাছে তাড়া ।” তখন পষ্ট বোঝা গেল, n নেই মনে আর নেই । আরেকটা দিন এসেছিল একটা শুভক্ষণেই— মুখের পানে চাইতে তখন, চোখে রইত মিষ্টি ; কুকুরছানার ল্যাজের দিকে পড়ত নাকে দৃষ্টি । সেই সেদিনের সহজ রঙটা কোথায় গেল ভাসি ; লাগল নতুন দিনের ঠোটে রুজ-মাখানে হাসি । বুটস্থদ্ধ পা-দুখানা তুলে দিলে সোফায় * ঘাড় বেঁকিয়ে ঠেসেক্টসে ঘা লাগালে খোপায় । অাজকে তুমি শুকনো ভাঙায় হলিফ্যাশানের কুলে, ঘাটে নেমে চমকে উঠি এই কথাটাই ভুলে । এবার বিদায় নে ওয়াই ভালো, সময় হল ষাবার— ভুলেছ ষে ভুলব যখন আসিব ফিরে আবার ।