পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ8 রবীন্দ্র-রচনাবলী তবুও তাহার প্রাণের নিশ্বাসবায়ু করে স্বমধুর, ভুলের শূন্যতা-মাঝে ভরি দেয় স্বর। ভুলে থাকা নয় সে তো ভোলা ; বিস্মৃতির মৰ্মে বসি রক্তে মোর দিয়েছ যে দোলা । নয়নসম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই , আজি তাই তামলে খামল তুমি, নীলিমায় নীল। আমার নিখিল তোমাতে পেয়েছে তার অস্তরের মিল । নাহি জানি, কেহ নাহি জানে তব স্বর বাজে মোর গানে ; কবির অস্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তার পরে হারায়েছি রাতে । তার পরে অন্ধকারে অগোচরে তোমারেই লভি নও ছবি, নও তুমি ছবি । ৩ কাতিক ১৩২১ রাত্রি এলাহাবাদ 이 এ কথা জানিতে তুমি, ভারত-ঈশ্বর শা-জাহান, কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধন মান । শুধু তব অন্তরবেদন চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল এ সাধন। রাজশক্তি বজ্ৰ সুকঠিন