পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেঁজুতি সেইখানে মাঝে মাঝে এল যারা পাশে । কথা তারা ফেলে গেছে কোন ঠাই ; সংসার তাহদের ভোলে অনায়াসে, সভাঘরে তাহাজের স্থান নাই। বাসা যার ছিল ঢাকা জনতার পারে, ভাষাহারাদের সাথে মিল যার, ষে আমি চায় নি কারে ঋণী করিবারে, রাথিয়া যে যায় নাই ঋণভার, সে আমারে কে চিনেছ মর্তকায়ায়, কখনো স্মরিতে যদি হয় মন, ডেকো না ডেকো না সভা — এসে এ ছায়ায় যেথা এই চৈত্রের শালবন । শাস্তিনিকেতন २¢ 85ह्म >७8७ সন্ধ্যা চলেছিল সারা প্রহর আমায় নিয়ে দূরে যাত্রী-বোঝাই দিনের নেীকে। অনেক ঘাটে ঘুরে। দূর কেবলই বেড়ে ওঠে जांशब्दन शृउझे क्रांशे, অস্ত যে তার নাই। দূর ছড়িয়ে রইল দিকে দিকে, আকাশ থেকে দূর চেয়ে রয় নিনিমিখে। দিনের রৌদ্রে বাজতে থাকে যাত্রাপথের স্বর, অনেক দূর-ষে অনেক অনেক দূর। ওগো সন্ধ্যা শেষপ্রহরের নেয়ে, ভাসাও খেয়া ভাটার গঙ্গা বেয়ে। २२|8 |9:ు