পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

之8 রবীন্দ্র-রচনাবলী আসিল শীত সঙ্গে লয়ে দীর্ঘ দুখনিশা । শিশির-ঝরা কুন্দকুলে হাসিয়া কাদে দিশ । ফাগুন মাস আবার এল বহিয়া ফুলডালা । জানালা-পাশে একেলা বসে ভাবিছে রাজবালা— কে পরালে মালা । শাস্তিনিকেতন ১৫ জ্যৈষ্ঠ, ১২৯৯ তোমরা ও আমরা তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও কুলুকুলুকল নদীর স্রোতের মতো । আমরা তীরেতে দাড়ায়ে চাহিয়া থাকি, মরমে গুমরি মরিছে কামনা কত । আপনা-আপনি কানাকানি কর স্বখে, কৌতুকছটা উছলিছে চোখে মুখে, কমল-চরণ পড়িছে ধরণীমাঝে, কনক-নুপুর রিনিকি ঝিনিকি বাজে ॥ অঙ্গে অঙ্গ বাধিছ রঙ্গপাশে, বাহুতে বাহুতে জড়িত ললিত লতা, ইঙ্গিত-রসে ধ্বনিয়া উঠিছে হাসি, নয়নে নয়নে বহিছে গোপন কথা ।