পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার এ গান যেন পশি ভোর কানে মিলায়ে মিশায়ে যায় সমস্ত পরানে । তপ্ত শোণিতের মতো বহে শিরে অবিরত, আনন্দে নাচিম্বা উঠে মহত্বের গানে । এ গান বাচিয়া থাকে যেন তোর মাঝে, জাগি-ভারা হয়ে তোর অর্মাখিতে বিরাজে । ७१ ८१न ८६ ॐ द्र नfन সতত নূতন প্রাণ, এ যেন জীবন পায় জীবনের কাজে । যদি যাই, মৃত্যু যদি নিয়ে যায় ডাকি, এই গানে রেখে যাব মোর জেহু-আঁখি । ষবে হায় সব গান হয়ে যাবে অবসান, এ গানের মাঝে আমি যেন বেঁচে থাকি । খেলা পথের ধারে অশখ-তলে মেয়েটি খেলা করে ; আপন মনে আপনি আছে नॉब्रांछि निन थाग्न । উপর পানে আকাশ শুধু, সমুখ পানে মাঠ, শরৎকালে রোদ পড়েছে मधूब नषषाझे ।