পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দোলপূর্ণিমা 8סיפא כי [ শাস্তিনিকেতন ] ● ¢ ||२ মন্তয়া মাধবী বসন্তের জয়রবে দিগন্ত কঁাপিল যবে মাধবী করিল তার সজ্জা । মুকুলের বন্ধ টুটে । বাহিরে আসিল ছুটে, ছুটিল সকল তার লজ্জা । অজানা পাস্থের লাগি নিশি নিশি ছিল জাগি দিনে দিনে ভরেছিল অর্ঘ্য কাননের একভিতে নিভৃত পরানটিতে রেখেছিল মাধুরীর স্বর্গ। ফাল্গুন পবনরথে যখন বনের পথে জাগাল মর্মর-কলছন্দ, মাধবী সহসা তার সঁপি দিল উপহার, রূপ তার, মধু তার, গন্ধ । বিজয়ী বিবশ দিন, বিরস কাজ, কে কোথা ছিকু দোহে, সহসা প্রেম আসিলে আজ কী মহা সমারোহে । নীরবে রয় অলস মন, অঁাধারময় ভবনকোণ, >や