পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ রবীন্দ্র-রচনাবলী সারা রাত্রি পথ-চাওয়া কম্পিত আলোর প্রতীক্ষার দীপ মোর নিমেষে নিবায়ে । নিশীথের বায়ে, আমার কণ্ঠের মালা তোমার গলায় প’রে লবে মোরে লবে মোরে তোমার দানের ভূপ হতে তব রিক্ত আকাশের অন্তহীন নির্মল আলোতে ১৩ পৌষ ১৩২১ শান্তিনিকেতন S \O পউষের পাতা-ঝরা তপোবনে আজি কী কারণে * টলিয়া পড়িল আসি বসন্তের মাতাল বাতাস ; নাই লজ্জা, নাই ত্রাস, আকাশে ছড়ায় উচ্চহাস চঞ্চলিয়া শীতের প্রহর শিশির-মস্থর । বহুদিনকণর ভুলে-যাওয়া যৌবন আমার সহসা কী মনে ক’রে পত্র তার পাঠায়েছে মোরে উচ্ছৃঙ্খল বসন্তের হাতে অকস্মাং সংগীতের ইঙ্গিতের সাথে । লিখেছে সে— আছি আমি অনন্তের দেশে