পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V8 রবীন্দ্র-রচনাবলী আবছায়া কল্পনায় ভাষাহীন ভাবনায় মন তার ভরে মধ্যাহ্নের অব্যক্ত মর্মরে । সায়াহ্নের শান্তিখানি নিয়ে ঘোমটায় নদীপথে যায় ঘট কাখে বেণুবীথিকার বঁাকে বঁাকে ধীর পায়ে চলি’,— নাম কি শামলী । কাজলী প্রচ্ছন্ন দাক্ষিণ্যভারে চিত্ত তার নত স্তম্ভিত মেঘের মতো, তৃষ্ণাহরা আষাঢ়ের আত্মদান-প্রত্যাশায় ভরা। সে যেন গো তমালের ছায়াখানি, অবগুণ্ঠনের তলে পথ-চাওয়া আতিথ্যের বাণী । যে-পথিক একদিন আসিবে দুয়ারে ক্লিষ্ট ক্লান্তিভারে, সেই অজানার লাগি গৃহকোণে আনতনয়ন বুনিছে শয়ন। সে যেন গো কাকচক্ষু স্বচ্ছ দিঘিজল আচঞ্চল, কানায় কানায় ভরা, শীতল অতল-মাঝে প্রসন্ন কিরণ দেয় ধরা। কালো চক্ষুপল্লবের কাছে থমকিয়া আছে