পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনার তরী স্বপ্নে তারে দেখেছে ষেন এমনি মনে লয়,— ভুলিয়া গেছে, রয়েছে শুধু অসীম বিস্ময় । পারশে যেন বসিয়াছিল, ধরিয়াছিল কর, এখনো তার পরশে যেন সরস কলেবর । চমকি মুখ দু-হাতে ঢাকে, শরমে টুটে মন, লজ্জাহীন প্রদীপ কেন নিবেনি সেই ক্ষণ । কণ্ঠ হতে ফেলিল হার যেন বিজুলিজালা, শয়ন পরে লুটায়ে পড়ে ভাবিলরাজবালা – কে পরালে মালা । এমনি ধীরে একটি করে কাটিছে দিনরাতি । বসন্ত সে বিদায় নিল লইয়া যুখী-জাতি । সঘন মেঘে বরষা আসে, বরষে বারবার । কাননে ফুটে নবমালতী কদম্বকেশর । স্বচ্ছ হাসি শরৎ আসে পূৰ্ণিমা-মালিকা । সকল বন আকুল করে শুভ্ৰ শেফালিকা । Rම්