পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহুয়৷ বোধন মাঘের সূর্য উত্তরায়ণে পার হয়ে এল চলি, তার পানে হয় শেষ চাওয়া চায় করুণ কুন্দকলি । উত্তর বায় একতারা তার তীব্র নিখাদে দিল ঝংকার, শিথিল যা ছিল তারে ঝরাইল— গেল তারে দলি দলি । শীতের রথের ঘূর্ণিধূলিতে গোধূলিরে করে স্নান’ । তাহারি আড়ালে নবীন কালের কে আসিছে সে কি জান’ । বনে বনে তাই আশ্বাসবাণী করে কানাকানি ‘কে আসে কী জানি’, বলে মর্মরে ‘অতিথির তরে অৰ্ঘ্য সাজায়ে অানো” । নির্মম শীত তারি অায়োজনে এসেছিল বনপারে । মার্জিয়া দিল শ্রান্তি ক্লাস্তি, মার্জনা নাহি কারে ।