পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী সহজ-সাধন-লব্ধ নহে সে মুগ্ধের নিবেদন, অস্তরে ঐশ্বৰ্ষরাশি, আচ্ছাদনে কঠোর বেদন । নিষেধে নিরুদ্ধ যে-সম্মান তাই তব দান । २० अभनें >*२४ ८ोब्रक्रि [ कलिकाठ) ] দায়মোচন চিরকাল রবে মোর প্রেমের কাঙাল,— এ কথা বলিতে চাও বোলে । এই ক্ষণটুকু হ’ক সেই চিরকাল ; তার পরে যদি তুমি ভোলো মনে করাব না আমি শপথ তোমার, আসা যাওয়া দুদিকেই খোলা রবে দ্বার, যাবার সময় হলে যেয়ো সহজেই, আবার আসিতে হয় এসে । সংশয় যদি রয় তাহে ক্ষতি নেই, তৰু ভালোবাসে যদি বেসে । বন্ধু, তোমার পথ সম্মুখে জানি, পশ্চাতে আমি আছি বাধা অশ্রনয়নে বৃথা শিরে কর হানি যাত্রায় নাহি দিব বাধা । আমি তব জীবনের লক্ষ্য তো নহি, ভুলিতে ভুলিতে যাবে হে চিরবিরহী ; তোমার যা দান তাহ রহিবে নবীন আমার স্মৃতির আঁখিজলে, আমার যা দান সেও জেনো চিরদিন রবে তব বিস্মৃতিতলে ।