পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(i o রবীন্দ্র-রচনাবলী ক্ষমাহীন কর্তব্যের ডাকে। পিছে পড়ে থাকে এবারের মতো ত্যাগযোগ্য গৃহসজ্জা যত । জরাগ্রস্ত তক্তপোশ কালিমাখা-শতরঞ্চ-পাত ; আরামকেদারা ভাঙা-হাতা ; পাশের শোবার ঘরে হেলে-পড়া টিপয়ের পরে পুরোনো আয়না দাগ-ধর ; পোকা-কাট হিসাবের খাতা-ভরা কাঠের সিন্দুক এক ধারে ; দেয়ালে-ঠেসান-দেওয়া সারে সারে বহু বৎসরের পাজি ; কুলুঙ্গিতে অনাদৃত পূজার ফুলের জীর্ণ সাজি । প্রদীপের স্তিমিত শিখায় দেখা যায়, ছায়াতে জড়িত তারা স্তম্ভিত রয়েছে অর্থহারা । ট্যাক্সি এল দ্বারে, দিল সাড়া হুংকারপরুষরবে। নিদ্রায় গম্ভীর পাড়া রহে উদাসীন । প্রহরীশালায় দূরে বাজে সাড়ে-তিন । শূন্তপানে চক্ষু মেলি দীর্ঘশ্বাস ফেলি দূরষাত্রী নাম নিল দেবতার, তালা দিয়ে রুধিল দুয়ার । টেনে নিয়ে অনিচ্ছুক দেহটিরে দাড়ালো বাহিরে । ।