পাতা:রবীন্দ্র-রচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰহাসিনী আমারি চরণজগত তাহীদের খাদ্য কি ! বঁশি নেই, কঁাসি নেই, নাহি দেয় হাক সে, পিঠেতে কঁাপাতে থাকে এক-জোড়া পাথ সে— দেখিতে যেমনি হোক তুচ্ছ সে বাদ্য কি । আশ্রয় নিতে চাই মেলে যদি shelter, এক ফোটা বাকি নেই নেবুঘfস-তেলটার—, মশারি দিনের বেলা কভু আচ্ছাদ্য কি ! গাল তারে মিছে দিই অতি অপ্রাব্য, হাতে পিঠ চাপড়াব সেটা যে অভাব্য— এ কাজে লাগাব শেষে চটি-জোড়া পাদ্য কি । পুজোর বাজারে আজি যদি লেখা না জোটাই, দুটো লাইনেরো মতো কলমটা না ছোটাই— সম্পাদকের সাথে রবে সৌহার্দ কি । মশকমঙ্গলগীতিকা তৃণাদপি স্বনীচেন তরোরিব সহিষ্ণুনা— জানিতাম দীনতার এই শেষ দশা, আমি স্বপ্নে দেখিলাম হয়ে গেছি মশা । दौ छ्ण ८य नश्यंी মধ্যরাত্রে স্বপ্নে আমি হয়ে গেছি মশা । দীন হতে দীন আমি ক্ষীণ হতে ক্ষীণ— একমাত্র নাম জপ করেছি ভরসা। श्ट्षि नौउि नiश् िबििन, অতি শাস্ত নিবিকার 心>