পাতা:রবীন্দ্র-রচনাবলী (প্রথম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৫২
রবীন্দ্র-রচনাবলী

হৃদয়ের ভার বহিতে পার না,
আছ মাথা নত করে,
ফুটিবে না ফুল, ফলিবে না ফল,
শুকায়ে পড়িবে মরে।


রোদন, রোদন, কেবলি রোদন,
কেবলি বিষাদশ্বাস—
লুকায়ে, শুকায়ে, শরীর গুটায়ে
কেবলি কোটরে বাস।
নাই কোনো কাজ,—মাঝে মাঝে চাস
মলিন আপনা পানে,
আপনার স্নেহে কাতর বচন
কহিস আপন কানে।
দিবস রজনী মরীচিকা-সুরা
কেবলি করিস পান।
বাড়িতেছে তৃষা, বিকারের তৃষা
ছটফট করে প্রাণ।
‘দাও দাও’ বলে সকলি যে চাস,
জঠর জ্বলিছে ভুখে,
মুঠি মুঠি ধূলা তুলিয়া লইয়া
কেবলি পুরিস মুখে।
নিজের নিশাসে কুয়াশা ঘনায়ে
ঢেকেছে নিজের কায়া,
পথ আঁধারিয়া পড়েছে সমুখে
নিজের দেহের ছায়া।
ছায়ার মাঝারে দেখিতে না পাও,
শব্দ শুনিলে ডর’—
বাহু প্রসারিয়া চলিতে চলিতে
নিজেরে আঁকড়ি ধর।