পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉t闘や মন্থয় 이업 তরুণ প্রাণের পরে করুণায় নিত্য সে তরুণী,— নাম কি করুণী । প্রতিমা চতুর্দশী এল নেমে পুর্ণিমার প্রাস্তে এসে গেল থেমে। অপুর্ণের ঈষৎ আভাসে আপন বলিতে তারে মর্ত্যভূমি শঙ্কা নাহি বাসে। এ ধরার নির্বাসনে কুষ্ঠার গুণ্ঠন নাই, ভীরুতা নাইক তার মনে, সংসারজনতা মাঝে আপনাতে আপনি বিরাজে । দুঃখে শোকে অবিচল, ধৈর্য তার প্রফুল্লতা-ভরা, সকল উদ্বেগভারহর । রোগ যদি আসে রুখে সকরুণ শাস্ত হাসি লেগে থাকে গ্লানিহীন মুখে। দুৰ্যোগ মেঘের মতো নীচে দিয়ে বহে যায় কত বারে বারে, প্রভা তার মুছিতে না পারে। তৰু তার মহিমায় কিছু আছে বাকি, সেইখানে রাখে ঢাকি অশ্রািজল বিষাদ-ইঙ্গিতে-ছোওয়া ঈষৎ বিহবল ৷ কণামাত্র সে-ক্ষীণতা নাহি কহে কথা, কেহ না দেখিতে পায় নিত্য যারা ঘিরে আছে তায় ।